Kolkata: উপড়ে পড়েছে গাছ, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, রেমালের জেরে বিপর্যস্ত কলকাতা ...
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতা। কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও বা হাঁটুজলে চরম দুর্ভোগ। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক এলাকা। কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। লেক মার্কেট, সল্টলেক, লেকটাউনে গাছ উপড়ে পড়ায় অবরুদ্ধ রাস্তাঘাট। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরজুড়ে ৫২টি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। মাঝরাত থেকে দ্রুত তা সরানোর চেষ্টা চলছে। গতকাল রাতেই ঝড়বৃষ্টির মাঝে এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙেছে পাঁচিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
Link to this news (আজকাল)