• Kolkata: রেমালের জের, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা ...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের জের। সোমবার শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল। এর মধ্যে দক্ষিণ শাখায় সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট- হাসনাবাদ, মাঝেরহাট-বনগাঁ সহ একাধিক লাইনে ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেন গুলি বন্ধ থাকবে। অনেক জায়গায় সিগন্যালিং এর সমস্যা, রেললাইনে গাছ ভেঙে পড়ার মতো একাধিক ঘটনার কারণেই আপাতত এই সমস্ত ট্রেনগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টির প্রভাবে ট্রেনের যে লাইন রয়েছে সেখানে জল জমার সমস্যা রয়েছে, বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে মাঝ রাস্তায় আটকে পরেছে ট্রেন, আবার কখনও সিগনালিংয়েরও সমস্যা। পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। রেলের পাশাপাশি বিঘ্নিত মেট্রো পরিষেবাও। সোমবার সকালে আংশিক বন্ধ মেট্রো পরিষেবা। শুধুমাত্র সকালে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। তার ফলে বন্ধ পরিষেবা।
  • Link to this news (আজকাল)