• Remal: রেমালে মৃত্যু কলকাতায়! গোসাবায় গাছ ভেঙে আহত ১
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় রেমালের তাণ্ডবে মৃত্যু! সূত্রের খবর তেমনটাই। ল্যান্ডফল প্রক্রিয়া চলছে ঘূর্ণিঝড় রেমালের। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়ার শুরু থেকেই চলছে তাণ্ডব, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তা। কিছুক্ষণ আগেই জানা গিয়েছিল , খাস কলকাতাতেই একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। ক্যমাক স্ট্রিটে পাঁচিল এবং বিবির বাগান এলাকায় বাড়ির অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, জখম শেখ সাজিদের মৃত্যু হয়েছে। বয়স ৪৮। স্থানীয় সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে প্রবল ঝড়-বৃষ্টির সময়, বিবির বাগান এলাকায় একটি বাড়ির অংশ ভেঙে পড়ে ওই ব্যক্তির মাথায় ওপর। স্থানীয়রা জানান, তাঁকে তৎক্ষণাৎ নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। একাধিক জেলায় বিপর্যয় মোকাবিলায় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। তার মাঝেই জানা গিয়েছে গোসাবায় গাছ ভেঙে আহত হয়েছেন ১জন।
  • Link to this news (আজকাল)