• ঘূর্ণিঝড় রেমাল: বাংলাদেশের ৫ জেলায় ৯ জনের মৃত্যু
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশটির উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের জল। এছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়ছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। এরইমধ্যে পটুয়াখালি, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম বরিশালে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার থেকে আজ এখনও পর্যন্ত এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় প্রচণ্ড বাতাসে ঘর ভেঙে দেয়ালচাপায় মনেজা খাতুন (৫৪) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে ৬৫ বছর বয়সী শওকাত মোড়লের মৃত্যু হয়েছে।পটুয়াখালীর কলাপাড়ায় চরে আটকে পড়া নিজের পিসি ও বোনকে নিরাপদ আশ্রয়ে আনতে তাঁদের বাড়িতে যাচ্ছিলেন শরীফ হাওলাদার (২৫) নামের এক যুবক। পথে জলেতে ডুবে তাঁর মৃত্যু হয়। গতকাল রবিবার দুপুরে উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে বরিশালের রুপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেওয়াল ধসে খাবারের হোটেলের টিনের ওপর পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান।এদিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন টেক্সটাইল জেড আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
  • Link to this news (আজকাল)