• Hardik Pandya: বিবাহ বিচ্ছেদের গুজবের মধ্যেই বিদেশে ছুটি কাটাচ্ছেন হার্দিক...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরে হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে তোলপাড় ইন্টারনেট। শোনা যাচ্ছে আলাদা থাকতে শুরু করেছেন দম্পতি। তারকা ক্রিকেটারের সম্পত্তির ৭০ শতাংশ ভাগ নাকি দাবি করেছেন তাঁর স্ত্রী। কিন্তু মুখে কুলুপ এঁটেছেন দু'জনই। এই বিষয়ে হার্দিক এবং নাতাশা কোনও মন্তব্য করেনি। একদিন আগেই এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় দেখা যায় নাতাশাকে। কিন্তু নিজের বিবাহিত জীবন নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে যাওয়া সত্ত্বেও রোহিত শর্মাদের সঙ্গে নিউইয়র্ক যাননি হার্দিক। এরই মাঝে জানা গিয়েছে, বিদেশে ছুটি কাটাচ্ছেন তারকা ক্রিকেটার। কিন্তু কোন দেশে আছেন তিনি সেটা গোপন রাখা হয়েছে। সরাসরি নিউইয়র্কে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচের পরই দেশের বাইরে পাড়ি দেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন জুনিয়র পাণ্ডিয়া। সেখানে সুইমিং পুলে দেখা যায় হার্দিককে। ক্যাপশনে লেখা, রিচার্জিং। সঙ্গে একটি ব্যাটারির ছবি। একদিন আগে একটি রিপোর্টে জানানো হয়েছিল, লন্ডন থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন রোহিতের ডেপুটি। সুতরাং ধরে নেওয়া যায়, লন্ডনেই ছুটি কাটাচ্ছেন হার্দিক। তবে স্ত্রী, পুত্রকে দেশে ফেলে বিদেশে একা ছুটি কাটানোর বিষয়টিই বলে দিচ্ছে যে তারকা দম্পতির মধ্যে সবকিছু ঠিক নেই। 
  • Link to this news (আজকাল)