• T20 World Cup: ‌ওয়ার্ম আপ ম্যাচে নেই কামিন্স, হেড, স্টার্করা
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের পর বাড়ি ফিরে কিছুদিন বিশ্রাম। তারপর দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স, হেড ও স্টার্ক। তাই টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ওয়ার্ম ম্যাচে নেই এই তিন তারকা। এছাড়া ক্যামেরুন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলও ওয়ার্ম আপ ম্যাচে নেই। এই দু’‌জন ছিলেন আরসিবির সদস্য। এলিমিনেটরে হেরে যান তারা।রবিবার ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ফিরছেন হেড, কামিন্স ও স্টার্ক। ইতিমধ্যেই বাড়িতে ছুটি কাটাচ্ছেন গ্রিন ও ম্যাক্সওয়েল। ৫ জুন বার্বাডোজে ওমান ম্যাচের আগেও দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স, স্টার্করা।অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, ‘‌আইপিএলে প্রচুর ক্রিকেট খেলতে হয়েছে। যারা নিয়মিত আইপিএল খেলেছেন, তাদের পরিবারের সঙ্গে ছুটি কাটানোটা জরুরি। কিছুদিন বিশ্রাম নিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সংশ্লিষ্ট ক্রিকেটাররা।’‌ 
  • Link to this news (আজকাল)