BCCI: মাঠ কর্মী ও পিচ প্রস্তুতকারকদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের ...
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ হয়েছে। দশ দলের টুর্নামেন্ট সফল। এবার মাঠ কর্মী ও পিচ প্রস্তুতকারকদের সম্মানিত করবে বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছেন, মাঠ কর্মী ও পিচ প্রস্তুতকারকদের ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এবার আইপিএল হয়েছে মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, চন্ডীগড়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লখনউ, আমেদাবাদ ও জয়পুরে। এই দশ মাঠের মাঠ কর্মী ও পিচ প্রস্তুতকারকদের জন্য এই সাম্মানিক অর্থ ঘোষণা করলেন জয় শাহ। এবার আইপিএলের খেলা হয়েছে গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ধরমশালাতেও। এই তিন মাঠের কর্মী ও পিচ প্রস্তুতকারকদের দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। জয় শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আইপিএলে পর্দার পিছনের নায়করা মাঠ কর্মী পিচ প্রস্তুতকারকরা। দুর্দান্ত উইকেট তাঁরা উপহার দিয়েছেন। খারাপ আবহাওয়ার মধ্যেও মাঠ খেলার উপযুক্ত করে দিয়েছেন। তাই প্রত্যেককেই এই আর্থিক পুরস্কার দেওয়া হবে।’