আজকাল ওয়েবডেস্ক: ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মিচেল স্টার্ক। আইপিএল জয়ের পরই এই ইঙ্গিত দিলেন কেকেআরের পেসার। পরিবারকে আরও সময় দিতে চান তিনি। সঙ্গে আরও বেশি করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান। তাছাড়া পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপ সেই ২০২৭ সালে। এখনও তিন বছর দেরি। স্টার্ক বলেছেন, ‘গত ৯ বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলাকেই প্রাধান্য দিয়ে এসেছি। এখন শরীর ও মনের বিশ্রাম দরকার। যে কোনও একটা ফর্ম্যাট তাই ছেড়ে দেওয়ার কথা ভাবছি। তাছাড়া পরবর্তী বিশ্বকাপ সেই ২০২৭ সালে। কোন ফর্ম্যাট ছাড়ব তা এখনই বলতে পারছি না। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আরও মন দেব।’ তবে এটা স্বীকার করতে স্টার্কের দ্বিধা নেই যে আইপিএলের জন্য আসন্ন টি২০ বিশ্বকাপের প্রস্তুতিটা ভাল হয়েছে তাঁর। বলেছেন, ‘আইপিএলে নাম করা ক্রিকেটারদের সঙ্গে ও বিপক্ষে খেলার সুবাদে টি২০ বিশ্বকাপের প্রস্তুতিটা ভালভাবে সারতে পারলাম।’ পরের বছর কলকাতার হয়ে খেলার ইঙ্গিত দিয়ে রেখেছেন ৩৪ বছরের পেসার।