IPL Final: পোড়িয়ামে ট্রফি হাতে দাঁড়াতে পারলে সবচেয়ে খুশি হব, মেন্টর ঘোষণার দিনই বলেছিলেন গম্ভীর...
আজকাল | ২৭ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টিমগেমে আইপিএল জয় কলকাতা নাইট রাইডার্সের। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে মেন্টর গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আইয়ার সহ দলের প্রত্যেক সদস্য অবদান রেখেছেন। ব্যাট হাতে সুযোগ না পেলে, বল হাতে বা ফিল্ডিংয়ে। আগের বছর সুনীল নারিন, আন্দ্রে রাসেলকে সেরা ছন্দে পাওয়া যায়নি। কিন্তু দলের মেন্টর হয়েই বুঝে গিয়েছেন, চ্যাম্পিয়ন হতে গেলে দুই ক্যারিবিয়ানের থেকে পারফরমেন্স নিংড়ে নিতে হবে। এর আগেও নারিন আইপিএলে ওপেন করেছেন। কিন্তু ব্যাক টু ব্যাক অর্ধশতরান বা সেঞ্চুরি আসেনি। তেমনই ব্যাট হাতে অবদান না রাখতে পারলেও উইকেট তুলে নেন রাসেল। গম্ভীরের মগজাস্ত্রে একটা লড়াকু মনোভাব প্রবেশ করে দলের মধ্যে। যা এতদিন মিসিং ছিল। তাই ট্রফি গম্ভীরকে উৎসর্গ করেন রাসেল, নারিন। মেন্টর হওয়ার দিন থেকেই লক্ষ্য স্থির করে নেন নাইটদের মেন্টর। নতুন দায়িত্ব নেওয়ার পরই কেকেআরের প্রাক্তন অধিনায়ককে সেটা জানিয়ে দেন। নীতিশ রানা বলেন, 'জিজি ভাই মেন্টর ঘোষণা হওয়ার পর আমি ওকে একটা লম্বা বার্তা পাঠাই। কারণ আমি ভীষণ খুশি হয়েছিলাম। উত্তরে জিজি ভাই বলেন, ধন্যবাদ। তবে আমি খুশি হব যদি আমরা ট্রফি হাতে পোড়িয়ামে দাঁড়াতে পারি। আজ সেই দিনটা এসে গিয়েছে। আমি কোনদিন সেই মেসেজটা ভুলব না।' ট্রফি কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে উৎসর্গ করেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কি বলেন, 'আমি খুবই খুশি। অভিষেক নায়ারের কৃতিত্ব প্রাপ্য। কয়েকজনের অবদান নজরে পড়ে না। সেটা যাতে না হয় আমি সেদিকে নজর রাখছি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ও অনেক কিছু করেছে। এই জয় ফ্যানদের জন্য। যারা দশ বছর ধরে অপেক্ষা করেছে।' উচ্ছ্বসিত মিচেল স্টার্কও। বেগুনি জার্সিতে শুরুটা উল্লেখযোগ্য না হলেও আসল সময় জ্বলে উঠেন। তবে সাফল্যের কৃতিত্ব গোটা দলকেই দিলেন। স্টার্ক বলেন, 'দারুণ মরশুম। আমাদের দলে অসাধারণ ব্যাটার এবং বোলার ছিল। সঠিক সময় সবাই অবদান রেখেছে। নিজের পারফরম্যান্সে অবশ্যই খুশি। তবে সবার অবদানই পার্থক্য গড়ে দিয়েছে। আমি এখন আইপিএলে অভিজ্ঞতা অর্জন করেছি। ফ্যানদের প্রত্যাশা বুঝতে পারি। তবে আমরা দল হিসেবে সাফল্য পেয়েছি।' খারাপ সময়ও তাঁর ওপর ভরসা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে কৃতজ্ঞ আন্দ্রে রাসেল। তিনি বলেন, 'এই খুশি কথায় ব্যাখ্যা করতে পারব না। আমরা শৃঙ্খলা দেখাতে পেরেছি। একটা লক্ষ্যে সবাই এগিয়ে যেতে পেরেছি। এই ফ্র্যাঞ্চাইজি আমার জন্য অনেক কিছু করেছে। আমরা ওদের ট্রফি উপহার দিচ্ছি।' অবশেষে হাসি ফিরেছে সুনীল নারিনের মুখে। অলরাউন্ডার হিসেবে কেকেআরের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। এখানেই প্রথম আইপিএল জিতেছিলেন। আবার সেখানে ট্রফি জিতে নস্টালজিক ক্যারিবিয়ান অলরাউন্ডার। নারিন বলেন, 'এখানে এসেই মনে হয়েছে ২০১২ সালে ফিরে গিয়েছি। আমি আমার ক্রিকেট উপভোগ করছি। দল জিতলে আরও ভাল লাগে। দলে দারুণ সব ক্রিকেটার আছে। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য ছিল। আমার টার্গেট ছিল শুরুটা ভাল করা। জিজি আমাকে বলেছিল, আমাদের কয়েকটা ম্যাচ জেতাও। আমি তোমাকে সবকটা ম্যাচ জেতাতে বলছি না, অন্তত কয়েকটা জেতাও। এই উপদেশ কাজে লেগেছে।'