• Manoj Pande: চাকরির মেয়াদ বাড়ল সেনা প্রধানের
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের সেনা প্রধানের চাকরির মেয়াদ বাড়ল লোকসভা ভোটের মাঝে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিরক্ষা বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নেওয়ার পর, জানানো হয়েছে তা। দেশের সেনাপ্রধান মনোজ পাণ্ডের চাকরির মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। মে মাসের ৩১ তারিখে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে চাকরির মেয়াদ একমাস বাড়ায় মে মাসের শেষে অবসর গ্রহণ করছেন না তিনি। পরিবর্তে ৩০ জুন পর্যন্ত তিনি সেনা প্রধান থাকছেন। আচমকা তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির কারণ যদিও জানা যায়নি। উল্লেখ্য, ২০২২ সালের ৩০শে এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।
  • Link to this news (আজকাল)