আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগ, বিপর্যয়ে সজাগ দৃষ্টি থাকে তাঁর। নবান্ন থেকে নজর রাখেন পরিস্থিতির ওপর। রবিবার রাতে ঘূর্নিঝড় রেমালের ল্যান্ডফলে লণ্ডভণ্ড একাধিক জায়গা। প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব জেলায় জেলায়। সোমবারও দুর্যোগের পরিস্থিতি। সূত্রের খবর, রাজ্যের বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি জানতে চেয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন বলেই খবর সূত্রের। সোমবার দফায় দফায় ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানা গিয়েছে। রাজ্যের মুখ্যসচিব ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি সম্পর্কে জেলাশাসকদের সঙ্গে আলোচনা করছেন। রবিবার রাত থেকেই জেলায় জেলায় রেমাল তাণ্ডব। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৫ জন। বিপর্যয় মোকাবিলায় দেড় লক্ষের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে, ক্রমে ক্রমে শক্তি ক্ষয় হচ্ছে রেমালের। এটি একটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যদিও এর প্রভাবে সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।