• পার্ক স্ট্রিট স্টেশনে হাঁটু জল, ৪ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো পরিষেবা...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঠিক ৪ ঘণ্টা ১৪ মিনিট পর স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। কাজের সপ্তাহের শুরুর দিনেই সকাল থেকে ব্যাহত ছিল গিরীশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল। জানা যায়, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে লাইনে জমেছিল জল। পাশাপাশি, হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল পার্ক স্ট্রিট স্টেশনও। বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। আপ ডাউন দুদিকেই মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে জল বের করার কাজ শুরু করেন। স্টেশনে পাম্প বসিয়ে জমা জল বের করার কাজ শুরু হয়। স্টেশনের গায়ে কিছু ছিদ্র দিয়েও জল ঢুকছিল ভেতরে। মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর চালু হয় মেট্রো। দুপুর ১২.০৫ নাগাদ কবি সুভাষ থেকে মেট্রো ছাড়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তবে সোমবার অফিস টাইমে মেট্রোর সমস্যার জন্য সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের।
  • Link to this news (আজকাল)