• রেমালের শক্তি ক্ষয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রমেই শক্তি হারাচ্ছে রেমাল। আজ সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বিকেলের মধ্যেই পরিণত হবে সাধারণ নিম্নচাপে। তবুও কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।সোমবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদে। অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রেমাল পার করলেও আজ নদিয়া এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে মকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার, সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৬০ কিলোমিটার বেগে বাতাস হইতে পারে।সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে।অন্যদিকে উত্তরবঙ্গে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আজ। কোচবিহার উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট।
  • Link to this news (আজকাল)