• Kolkata Airport: কলকাতায় চালু বিমান পরিষেবা, শিয়ালদহ দক্ষিণ শাখায় শুরু রেল চলাচল...
    আজকাল | ২৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২১ ঘণ্টা পর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই পরিষেবা চালু করার ঘোষণা করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে গতকাল প্রায় ৪০০ উড়ান বাতিল হয়েছে। আজ সকালে আবহাওয়া খানিকটা বদলাতেই ৯টার আগেই বিমান পরিষেবা চালু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু বিমান ওঠানামা। যদিও পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের কারণে শনিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছিল, রবিবার বেলা ১২ টা থেকে শুরু করে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। বৃষ্টির মাঝেই অবশেষে চালু হল বিমান পরিষেবা। অন্যদিকে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শিয়ালদহের বাকি শাখাতেও অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল করছে। রেললাইন থেকে উপড়ে পড়া গাছ সরিয়ে দিয়েই পরিষেবা চালু করা হয়েছে। যদিও স্বাভাবিক হতে সময় লাগবে। উল্লেখ্য, রবিবার রাত ১১টার পর শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ হয়ে যায় পরিষেবা। তারপর সোমবার সকাল ৯টা পর্যন্ত ওই শাখায় আর কোনও ট্রেন চলেনি।
  • Link to this news (আজকাল)