ভূমিধসে চাপা পড়ে গেলেন ২০০০ ঘুমন্ত মানুষ, ভয়ংকর অবস্থা এলাকায়
২৪ ঘন্টা | ২৭ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোরবেলা মানুষ যখন অঘোর ঘুমে আচ্ছন্ন সেইসময় মেনে এসেছিল ভূমিধস। বিশাল কাদামাটির স্রোতে চাপা পড়ে গেল শয়ে শয়ে ঘরবাড়ি। পাপুয়া নিউ গিনির এনগা প্রদেশে ভূমি ধসে মৃতের সংখ্যা গিয়ে পৌঁছল ২০০০-এ। কাদামাটির স্রোতে চাপা পড়ে গিয়ে কাওকালাম নামে একটি গোটা গ্রাম। মানুষজন সতর্ক হওয়ার সময়েই পায়নি। কাদামাটির চাপে বাড়িঘর সব চ্যাপটা হয়ে যায়।
পাপুয়া নিউ গিনির বিপর্যয় মোকাবিলা দফতর রাষ্ট্রসংঘকে জানিয়েছে, ল্যানস্লাইডে কমপক্ষে ২০০০ মানুষ চাপা পড়ে গিয়েছেন। এআখনও নিখোঁজ অনেকে। গোটা একটি গ্রামেই নিশ্চিহ্ন হয়ে যায় যায়। ভূমি ধসে চাপা পড়ে গিয়.েছেন অধিকাংশ বাড়ি, কারখানা, দোকানপাট। এর ফলে দেশের অর্থনীতিতে প্রবল ধাক্কা লাগবে। এনগা প্রদেশ সংযোগকরারী হাইওয়ে বন্ধ। সেই রাস্তা খোলা না পর্যন্ত ত্রাণ পৌঁছনো প্রায় অসম্ভব। যেভাবে এলাকা বিপর্যস্ত হয়েছে তাতে সেনা ও দেশের বিপর্যয় মোকাবিলা টিমগুলি যদি কাজ হাত না লাগায় তাহলে মৃতদেহ উদ্ধার করা অসম্ভব।এবিসি নিউজের খবর অনুযায়ী, শুক্রবার খুব ভোরবেলায় ভুমিধস এসে পড়ে। অধিকাংশ মানুষ সেইসময় ঘুমিয়ে ছিলেন। গোটা গ্রামকে চাপা দিয়ে দিয়েছে কাদামাটি। প্রশাসনের তরফে কোনও আপাতকালীন পরিষেবা ঘটনাস্থলে পৌঁছয়নি। কাওকালাম গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিনগা রোলে সংবাদমাধ্যমে জানান, ধসের খবর পেয়েছি। আমরা আত্মীয় ৪টি পারিবার ধসে চাপা পড়ে গিয়েছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। গ্রামের মানুষজন বিশাল বিশাল পাথর সরিয়ে মানুষজনকে উদ্ধারের চেষ্টা করছে। পাথার ছাড়াও বড় বড় গাছ চাপা পড়ে গিয়েছে মানুষজন। সাধারণ মানুষের এভাবে কাজ করা প্রায় অসম্ভব। রাস্তা আটকে যাওয়ায় এলাকায় পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। বোঝা যাচ্ছে না কবে রাস্তা খুলবে। যারা বেঁচে আছেন তাদের জন্যও বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।