• গরমের ছুটি শেষ, কবে থেকে খুলছে স্কুল'
    ২৪ ঘন্টা | ২৭ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়ের মাঝেই বড় খবর সামনে এল। শেষ গরমের ছুটি। ১০ জুন থেকে খুলে যাবে স্কুল। যদিও খাতায়কলমে ৩ জুন থেকেই স্কুল খুলে যাচ্ছে। সেদিন থেকে শিক্ষকদের স্কুলে যেতে হবে। পঠন-পাঠন শুরু হবে ১০ জুন থেকে। সোমবার এই মর্মে বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষাদফতর। ৩ জুন শিক্ষক-অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হবে। তবে পড়ুায়ারা যাবে ১০ জুন থেকে। 

    সোমবার শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে যে ৪ জুন ভোটগণনা হয়ে গেলেও রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। সেই পরিস্থিতিতে স্কুলগুলিকে স্বাভাবিক ছন্দে ফিরে আনতে কিছুটা সময় লাগবে। সেজন্য ১০ জুন স্কুলগুলিতে পঠন-পাঠন শুরু করা হবে। 
  • Link to this news (২৪ ঘন্টা)