• রাফার শরণার্থী শিবিরে ইজরায়েলের বোমা হামলা, নিহত ৪০
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গাজার দক্ষিণে রাফা শহরের তাল-আস-সুলতান শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল। আশঙ্কা করা হচ্ছে, অন্তত ৪০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন এই হামলায়। নিহতদের মধ্যে অনেকেই মহিলা এবং শিশু। হামলায় আহত হয়েছেন বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি বিমান হামলায় রাফায় মৃত্যু হয়েছে ৪০ জনের। তবে আহতের সংখ্যা জানানো হয়নি। নিহতদের বেশিরভাগই ঘরছাড়া নারী এবং শিশু বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, ইজরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত সহ গাজার বিভিন্ন এলাকায় ত্রাণকেন্দ্র গুলিতে হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন প্রায় ১৬০ জন প্যালেস্টাইনি। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইজরায়েলের হামলায় ৩৫,৯৮৪ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৮০ হাজারের ওপর।
  • Link to this news (আজকাল)