Mount Everest: মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের দীর্ঘ লাইন, ভাইরাল ভিডিও...
আজকাল | ২৮ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের দীর্ঘ লাইনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি গত ২০ মে রাজন দ্বিবেদী তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। দেখা গেছে এভারেস্ট জয়ে মরিয়া একগুচ্ছ মানুষ একটি দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যদিও মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট প্রতিবেদনে জানিয়েছে, পর্বতারোহীরা আটকে পড়েছিলেন। এরপর উপযুক্ত আবহাওয়ায় তারা নিচের দিকে নামতে শুরু করেন। ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন এবং তাঁর নেপালি শেরপা (গাইড) পেস্তেনজি বরফের আঘাতে আহত হন। চূড়া থেকে নিচের দিকে নামার সময় তাঁরা বরফের আঘাত পান। এরপর খারাপ আবহাওয়ার কারণে পর্বতারোহীরা আটকে পড়েন। আবহাওয়া ভাল হতেই পর্বতারোহীরা ফের নামতে শুরু করেন। কিন্তু তখন আর পিটারসন বা তাঁর গাইডকে দেখা যায়নি। প্রশ্ন উঠছে, দু’জনে কী মৃত?