• Virat Kohli: কোহলির আরসিবি ছাড়া নিয়ে পিটারসেনের সঙ্গে একমত নন আক্রম...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে। আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে ছিটকে গিয়েছে বিরাট কোহলির দল। প্রথম আট ম্যাচের মধ্যে সাত ম্যাচ হারার পর অনবদ্য প্রত্যাবর্তনে প্লে অফে উঠেছিল আরসিবি। অনেকেই মনে করছিল, এবার ট্রফির খরা কাটবে। কিন্তু আরসিবি যে তিমিরে ছিল, সেই তিমিরেই রইল। তবে দল প্লে অফ থেকে ছিটকে গেলেও সর্বোচ্চ রান করে কমলা টুপি নিজের দখলে করে নিয়েছেন কোহলি। ১৫ ম্যাচে ৭৪১ রান করেন। কেউ ৬০০ রান টপকাতে পারেনি। আইপিএলের উদ্বোধনী বছর থেকে বেঙ্গালুরুতে আছেন বিরাট। ফাইনালে তিনটে হারের সাক্ষী থেকেছেন। আইপিএল জিততে কোহলিকে আরসিবি ছাড়ার পরামর্শ দিলেন কেভিন পিটারসেন। এর আগে আরসিবির হয়ে খেলেছেন তিনি। পিটারসেন বলেন, 'আমি এটা আগেও বলেছি, আবারও বলব। অনেক তারকা ক্রিকেটার অন্য দলে গিয়ে সাফল্য পেয়েছে। তারওপর ও আপ্রাণ চেষ্টা করেছে। আবার ওরেঞ্জ ক্যাপ জিতেছে। কিন্তু আবার ওর ফ্র্যাঞ্চাইজি সাফল্য পেল না। আমি জানি ও দলের ব্র্যান্ড। তবে বিরাট কোহলির ট্রফি প্রাপ্য। ওর এমন দলে খেলা উচিত যেখানে ও ট্রফি পাবে।' তবে তাঁর সঙ্গে একমত নন ওয়াসিম আক্রম। পাকিস্তানের কিংবদন্তি মনে করেন, এই বিষয়ে পিটারসেনের কোনও মন্তব্য করা উচিত নয়। সিদ্ধান্ত সম্পূর্ণ কোহলির হওয়া উচিত। আক্রম বলেন, 'কেভিন আমার খুব ভাল বন্ধু। বিদেশি প্লেয়াররা যারা ধারাভাষ্য দেয়, তাঁরা ভারতের সবকিছু নিয়ে টুইট করে। তাতে আমার কোনও সমস্যা নেই। তবে এটা কোহলির জন্য অনেক বড় বিষয়। ও আরসিবির হয়ে আইপিএল জিততে চায়। তাহলে দল বদলে ওর কী হবে! আমার মনে হয় এটা ওর ওপর ছেড়ে দেওয়া উচিত। আমি সবকিছু নিয়ে কথা বলতে চাই না।' 
  • Link to this news (আজকাল)