• জয় শাহের সঙ্গে গম্ভীরের দীর্ঘ আলোচনা জল্পনা বাড়াচ্ছে ...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী কি শেষপর্যন্ত গৌতম গম্ভীরই হচ্ছেন? হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদের গুজবের পর ভারতীয় ক্রিকেটে এটাই এখন সবচেয়ে চর্চিত বিষয়। ২৭ মে, অর্থাৎ আজই হেড কোচের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। গম্ভীর কি আবেদন করলেন? এই প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি। কিন্তু আইপিএল ফাইনালের পর চিপকেই বোর্ডের সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় গম্ভীরকে। যদিও কী নিয়ে তাঁরা এতক্ষণ কথা বললেন, জানা যায়নি। এরপরই জল্পনা আরও বেড়ে গিয়েছে। রবিবার পর্যন্ত আবেদন করেননি কেকেআরের মেন্টর। তবে আইপিএল ফাইনালের পর চেন্নাইয়ে বোর্ডের সচিব এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা গম্ভীরের। তারপর আবেদন জমা দিতে পারেন। গম্ভীর নিজে ভারতের কোচ হতে আগ্রহী হলেও, তিনি নিজেকে এই পদের জন্য আরও একটি বিকল্প হিসেবে দেখতে চান না। নিশ্চয়তা চান বোর্ড কর্তাদের থেকে। তবেই আবেদন করবেন। আইপিএল জয়ের পর কি বোর্ড সচিব জয় শাহের থেকে সেই নিশ্চয়তা পেয়ে গেলেন গম্ভীর? তবে এখানে আরও একটি সমস্যা রয়েছে। সদ্য আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সঙ্গে চুক্তি আছে গম্ভীরের। এই জায়গায় শাহরুখ খান তাঁকে ছাড়বেন কিনা সেটাও একটি বড় প্রশ্ন। কারণ, গতকালই প্রকাশ্যে আসে যে আর দশ বছর কেকেআরে থাকার অনুরোধে গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চেয়েছিলেন শাহরুখ। এই অবস্থায় কি তিনি গম্ভীরকে ছেড়ে দিতে রাজি হবেন? 
  • Link to this news (আজকাল)