• Shreyas Iyer: মেসির স্টাইলে সেলিব্রেশন শ্রেয়সের, ফিরল বিশ্বজয়ের রাত...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এ যেন বিশ্বজয়! ঐতিহাসিক রাতকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গে মিলিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। লিওনেল মেসি বিশ্বকাপ জেতার পর যে স্টাইলে উৎসবে মেতেছিলেন, ঠিক সেটাই করলেন নাইটদের অধিনায়ক। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে ট্রফি হাতে পাওয়ার পর ধীরে ধীরে সতীর্থদের কাছে যান মেসি। তারপর বাকিরা মেতে ওঠে উৎসবে। এদিনও ঠিক সেটাই করলেন শ্রেয়স।‌ ট্রফি হাতে নিয়ে গুটিগুটি পায়ে গেলেন সেন্টার স্টেজে। যেখানে বাকি নাইটরা ট্রফির জন্য অপেক্ষা করছিল। আর্জেন্টিনার বিশ্বজয়ের রাত ফিরল চেন্নাইয়ের চিপকে। রজার বিনির থেকে ট্রফি নেওয়ার পর গোটা দলকে মঞ্চে ডাকেন শ্রেয়স।‌ তারপর নিজে কয়েক পা পিছিয়ে যান। অবশেষে ফিরিয়ে আনেন মেসির সেই ঐতিহাসিক মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায়। ফিরে আসে আর্জেন্টাইন তারকার স্মৃতি। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে কেকেআর। সেখানেও মেসির ছোঁয়া। বিশ্বকাপ জেতার পরের সকালে ঠিক যেভাবে ট্রফি জড়িয়ে নিজের বিছানায় শুয়ে ছিলেন মেসি, তারই পুনরাবৃত্তি ঘটালেন শ্রেয়স। কেকেআরের জার্সিতে ট্রফি ধরে বিছানায় শুতে থাকতে দেখা যায় নাইটদের নেতাকে। দশ বছর পর আইপিএল জয় কেকেআরের কাছে যেন বিশ্বজয়ের রাত! 
  • Link to this news (আজকাল)