• Team India: ‌নিউইয়র্ক পৌঁছলেন রোহিতরা
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপ খেলতে নিউইয়র্ক পৌঁছে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদবরা সোমবার নিউইয়র্কে পা রাখেন। বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে উঠছেন রোহিতরা।প্রসঙ্গত, দুই থেকে তিন ধাপে ভারতীয় ক্রিকেটাররা পৌঁছবেন নিউইয়র্ক। প্রথম ব্যাচ শনিবার রওনা দেয়। দুবাই হয়ে নিউইয়র্ক পৌঁছয় সোমবার সকালে। বিরাট দ্বিতীয় ব্যাচের সঙ্গে যাবেন। আইপিএল ফাইনাল খেলা টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা শীঘ্রই পাড়ি দেবেন নিউইয়র্ক। বিসিসিআই এদিন ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে লিখেছে, ‘‌নিউইয়র্ক পৌঁছল টিম ইন্ডিয়া। মিশন টি২০ বিশ্বকাপ।’‌ এদিকে, ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন রোহিতরা। ‌ ছবি সৌজন্য:‌ বিসিসিআই
  • Link to this news (আজকাল)