আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের সমাবেশে ভেঙে গেল মঞ্চের একাংশ। সোমবার বিহারের পালিগঞ্জে ইন্ডিয়া জোটের সমাবেশ ছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং মিসা ভারতীর মতো নেতা–নেত্রীরা মঞ্চে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় সভামঞ্চের একটি অংশ। মঞ্চের পাটাতন ভেঙে পা আটকে যায় রাহুল গান্ধীর। অল্প সময়ের জন্য ভারসাম্য হারান তিনি। কিন্তু, মিসা ভারতী তাঁর হাত ধরে নেন। নিরাপত্তা কর্মীরা রাহুলকে মঞ্চ থেকে নেমে আসার জন্য অনুরোধ করলেও, কংগ্রেস নেতা তা শোনেননি। সভার কাজ এগিয়ে নিয়ে যান।প্রসঙ্গত, বিহারের পাটলিপুত্র থেকে লড়ছেন লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা। তাঁর সমর্থনেই সভা করতে যান রাহুল। তারপর এই বিপত্তি। এদিকে, সভামঞ্চ থেকে রাহুল দাবি করেন, নরেন্দ্র মোদি আর ক্ষমতায় ফিরছেন না।