• Aravind Kejriwal: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, কিছু শারীরিক পরীক্ষা করানোর রয়েছে কেজরিওয়ালের। সে কারণে অন্তত সাতদিনের জন্য এই জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি। ১ জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ দিয়েছিল, পরের দিনই আত্মসমর্পণ করার। মূলত, নির্বাচনী প্রচারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)