আজকাল ওয়েবডেস্ক: গরমের ছুটি বাড়ল। ৩ জুন স্কুল খোলার কথা ছিল। সোমবার নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। বলা হয়েছে, ৩ জুন থেকে শিক্ষক–অশিক্ষক কর্মীরা স্কুলে গেলেও পড়ুয়ারা স্কুল যাবে ১০ জুন থেকে। রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক–মাধ্যমিক–উচ্চমাধ্যমিক স্কুলের ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।এখন ভোট চলছে। ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে থাকছেন। বহু স্কুলে বুথ তৈরি হয়েছে। ৪ জুন ভোটের রেজাল্ট। তাই পড়ুয়াদের জন্য গরমের ছুটি একসপ্তাহ বাড়ানো হয়েছে। তবে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ৩ জুন থেকেই যাবেন স্কুলে। সমস্ত জিনিস গোছগাছ করার দায়িত্ব তাদের। তারপর ১০ জুন থেকে পড়ুয়ারা যাবে স্কুলে।