• ফ্যাক্ট চেক: এগুলো সাইক্লোন রেমালের ছবি নয়, তৈরি হয়েছে AI দ্বারা
    আজ তক | ২৮ মে ২০২৪
  • রবিবার মাঝারাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী স্থানে আছড়ে পড়ে তীব্র ঘূর্ণিঝড় রেমাল। সোমবার বেলা পর্যন্ত তীব্র হাওয়া ও বৃষ্টি নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছে রেমাল। এবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলো সমুদ্রসৈকত থেকে তোলা রেমাল ঘূর্ণিঝড়ের ছবি। 

    কেউ কেউ আবার ছবিটি শেয়ার করে লিখেছেন, "আজকের কক্সবাজার বঙ্গোপসাগর থেকে উঠানো রংধনু তে ঘেরা ভয়ংকর রিমালের সুন্দর ছবি।"

    ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই ছবিগুলি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। রেমাল আসার আগে থেকেই ছবিগুলি ইন্টারনেটে রয়েছে। 

    কীভাবে জানা গেল সত্যি

    এর থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই ছবিগুলি কোনও ভাবেই রেমালের হওয়া সম্ভব নয়। কারণ এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করেছে ২৬ মে রাতে। 

    অর্থাৎ এরপর আর বুঝতে বাকি থাকে না যে এইআই নির্মিত একটি ছবিকে সমুদ্র সৈকতে রেমালের আসল ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। 

      
  • Link to this news (আজ তক)