• 'গ্রেফতারের ভয়ে দল ছেড়ে পালিয়েছে', ভোট-প্রচারে তাপসকে নিশানা মমতার..
    ২৪ ঘন্টা | ২৮ মে ২০২৪
  • প্রবীর চক্রবর্তী: 'ইডি-সিবিআইয়ের গ্রেফতারের ভয় দল ছেড়ে পালিয়েছে'। উত্তর কলকাতায় ভোট-প্রচারে ফের তাপস রায়কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বললেন, 'সুদীপদা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা। ওকে গ্রেফতার করেছিল, কোনও অপরাধ ছিল না। পার্টি ছাড়েননি'।

    লোকসভা নির্বাচন  এখন শেষ পর্যায়ে। আগামী শনিবার সপ্তম তথা শেষ ভোট হবে কলকাতায়। উত্তর কলকাতায় এবারও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যয়। তাঁর সমর্থনে বড়বাজারে সভা করলেন তৃণমূলনেত্রী। কবে? আজ, সোমবার।এদিকে তৃণমূলের পুরনো সৈনিক, মমতার দীর্ঘদিনের সঙ্গী তাপস রায় এখন বিজেপিতে। সুদীপের বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়াশিবির। কংগ্রেসের হয়ে লড়ছেন প্রদীপ ভট্টচার্য। মমতা বলেন, 'কংগ্রেস যাকে প্রার্থী করেছে, সে তো ঠিকমতো হাঁটতেই পারে না। কী করবে!  ভোট কাটাকাটি করবে। লাভ কী হবে! কংগ্রেসের কি আছে, কিছু নেই।  সিপিএমের কি আছে, কিছু নেই'।এদিন বক্তব্যের শুরুতে রিমালের মৃতদের পরিবারের প্রতি সমবেদন জানান তৃণমূলনেত্রী। বলেন, 'বর্ষার মরশুম। বৃষ্টি বেশি হচ্ছে। দু'দিন ধরে আমাদের অনেক লোক... রাতভর নজরদারি করেছি। আমাদের অফিসাররা ভোটের পর নদরদারি করেছে। এখনও ত্রাণশিবিরে অনেক রয়েছেন। ওদের জন্য যা করার দরকার.. ঝড়ে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে চাই'।মমতার কথায়, 'অনেকে ক্ষতিগ্রস্ত পাকা ঘর ভেঙে গিয়েছে, অনেকে আংশিক ভেঙেছে, অনেকে চাষের জমি নষ্ট হয়েছে। অনেক কিছু ক্ষতি হয়েছে।  আমি এটুকু বলতে চাইব,  যাঁদের সব চলে দিয়েছে দুর্যোগে, আমি তাদের কথা দিচ্ছি, প্রশাসন যা যা উদ্য়োগ নেওয়ার, কাল থেকে করছে। আগামিদিনেও করবে'। সঙ্গে ঘোষণা, একটু স্বাভাবিক হলে আমি নিজে এলাকায় যাব। কাঁচা বাড়ি যাদের, যাদের বাড়িঘর ভেঙেছে, যাঁদের ফসল নষ্ট হয়েছে. সরকারের তরফে প্রশাসন যেভাবে ত্রাণ দিচ্ছে, আমরা পুরো সহযোগিতা করব আপনাদের।
  • Link to this news (২৪ ঘন্টা)