• KKR: সেলিব্রেশনে সামিল ফিল সল্ট! কলকাতায় ট্রফি উৎসব নেই, চেন্নাই থেকেই বাড়ি ফিরবেন নাইটরা?...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০১২ সালে প্রথম আইপিএল জেতার পর গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল। ইডেনে মঞ্চ করে বিশাল অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসেছিলেন শাহরুখ খানও। ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের তারকারাও। সংবর্ধনা দেওয়া হয় পুরো কেকেআর দলকে। কিন্তু এবার উৎসব থেকে বঞ্চিত হতে চলেছে কলকাতা। শোনা যাচ্ছে, চেন্নাই থেকেই বাড়ি ফিরে যাচ্ছেন ক্রিকেটাররা। আবহাওয়া, লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে আপাতত কলকাতায় কোনও উৎসবের পরিকল্পনা নেই। ট্রফি নিয়ে পুরো দলের আসারও সম্ভাবনা ক্ষীণ। ইতিমধ্যেই অনেকে চেন্নাই থেকেই বাড়ি ফিরে গিয়েছেন। রিঙ্কু সিং পাড়ি দেবেন নিউইয়র্ক। ১৫ জনের দলে না থাকলেও রিজার্ভ হিসেবে বিশ্বকাপের দলে আছেন কেকেআরের ব্যাটার। তাই আমেরিকায় যেতে হবে তাঁকে। মিচেল স্টার্কও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে যোগ দেবেন। কেকেআরের বাকি প্লেয়াররাও ক্লান্ত। তারওপর পুরোপুরি ফিট নয় শাহরুখ খান। সম্পূর্ণ সুস্থ না থাকলেও নাইটদের টানে চেন্নাইয়ে ফাইনালে উপস্থিত ছিলেন কিং খান। ম্যাচ শেষে সপরিবারে মাঠ প্রদক্ষিণও করেন। তবে এখনই কলকাতায় আসার কোনও প্ল্যান নেই কেকেরারের মালিকের। তাই হয়তো সবদিক বিবেচনা করেই আপাতত গ্র্যান্ড সেলিব্রেশনের কোনও পরিকল্পনা নেই। এদিকে ফিল সল্ট প্লে অফের আগে দেশে ফিরে গেলেও তাঁকে ভোলেনি নাইট শিবির। খেলা শেষ হতেই ইংলিশ ক্রিকেটারকে ভিডিও কল করে তাঁর সতীর্থরা। ট্রফির সেলিব্রেশন সামিল করা হয় তাঁকে। সল্টকে ফ্লায়িং কিসও দিতে দেখা যায় বরুণ চক্রবর্তীকে। সব মিলিয়ে 'ফিল গুড' পরিবেশ। তবে দশ বছর পর ট্রফি জয়ের উৎসবে সামিল না হতে পারার একটা আক্ষেপ থাকবে শহরবাসীর। 
  • Link to this news (আজকাল)