• ‌ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, তড়িঘড়ি নামিয়ে আনা হল যাত্রীদের ...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। জানা গেছে মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ ইন্ডিগোর 6E2221 ‌বিমানটি দিল্লির জওহরলাল নেহরু বিমানবন্দর থেকে বারাণসী যাওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। উড়ানের পাইলট ফোন করে জানান, শৌচালয়ের একটি পেপারে লেখা রয়েছে ৩০ মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণ হবে। পাইলটের নজরে বিষয়টি এসেছিল। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরই উড়ানটি খালি করে দেওয়া হয়। বিমানের এমার্জেন্সি গেট দিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়। জানা গেছে বিমানে ১৭৬ জন যাত্রী ছিলেন। কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে আসে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‌তল্লাশি শেষ হওয়ার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।’‌ 
  • Link to this news (আজকাল)