• Local Train: ‌লোকাল ট্রেন লাইনচ্যুত, হাওড়া–বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত ...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন। যার ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। জানা গেছে মঙ্গলবার সকালে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি ফাঁকা লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। যার ফলে হাওড়া–বর্ধমান মেন শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোলেও, বেশ কিছু সময় ধরেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। জানা গেছে এদিন সকাল ৭ টা ৫ মিনিট নাগাদ লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। পূর্ব রেল সূত্রে খবর, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু ট্রেনটি লাইনচ্যুত হয়। ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল। রেলের তরফে একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ ঘটনাস্থলে পাঠানো হয়। জানা গেছে, আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। 
  • Link to this news (আজকাল)