• Murder: ‌অবৈধ সম্পর্কের চরম পরিণতি, নাগরাকাটায় খুন যুবক
    আজকাল | ২৮ মে ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ অবৈধ সম্পর্কের জেরে নাগরাকাটার এক যুবককে নৃশংসভাবে খুন করা হল। রবিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের কূর্তি চা বাগানের ফ্যাক্টরি লাইনে যুবক কিষাণ কুমহার (২৪)–কে তাঁর বাড়িতে ঢুকে পিটিয়ে নৃশংসভাবে খুন করে ছয় জন। পরিবারের অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযুক্তদের পাঁচ জনকে গ্রেপ্তার করে নাগরাকাটা থানার পুলিশ। এক জন এখনও পলাতক। জানা গিয়েছে বিবাহিত ওই যুবকের সঙ্গে স্থানীয় এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনা জানাজানি হতেই যুবতীর পরিবার তাঁর অন্যত্র বিয়ে দিয়ে দেয়। অভিযোগ, এরপরও সেই যুবতীকে নিয়মিত উত্যক্ত করত কিষাণ। অভিযোগ আচমকাই যুবতীর ভাই ও তাঁর বন্ধুরা রবিবার রাতে ওই যুবকের বাড়িতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে কিষাণকে টেনেহিঁচড়ে বের করে সুপারি গাছের সঙ্গে বেঁধে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। বাড়ির লোকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি। এরপর বাড়ির লোকেরা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে সোমবার নাগরাকাটা থানায় কৃষ্ণা গোয়ালা, গৌরভ গোয়ালা, মুকেশ গোয়ালা, করম গোয়ালা, অতীত ছেত্রী এবং সুন্দারজিত তিরকি ওঁরাও এর নামে অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। এক জন এখনও পলাতক। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)