• Pakistan: তীব্র গরম পাকিস্তানে, সিন্ধুপ্রদেশে তাপমাত্রা ৫২ ডিগ্রি!‌...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানের সিন্ধুপ্রদেশে তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি !‌ যা চলতি গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। পাক আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিন্ধুপ্রদেশের মহেঞ্জোদারোতে তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। প্রসঙ্গত, মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্মে এই শহরে ভয়াবহ গরম দেখা যায়। তবে এই মরশুমে সর্বোচ্চ তাপমাত্রা আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। যদিও পাক হাওয়া অফিস জানিয়েছে, ‘মহেঞ্জোদারোর তাপমাত্রা দু’‌একদিনের মধ্যেই কিছুটা কমতে পারে। তবে করাচি ও সিন্ধুপ্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে পাক আবহাওয়া দপ্তর। 
  • Link to this news (আজকাল)