DHRUV: নাম না করে স্বাতী মালিওয়ালকে জবাব দিলেন ধ্রুব রাঠে
আজকাল | ২৮ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: স্বাতী মালিওয়ালের নাম না করে নিজের এক্স হ্যান্ডেলে কটাক্ষের তির ছুঁড়ে দিলেন ইউটিউবার ধ্রুব রাঠে। তিনি বলেন, অপরাধীরাই অপরাধের শিকার হওয়ার ভান করছে। যে ভিডিও আপলোডের পর তিনি ধর্ষণ এবং মৃত্যুর আশঙ্কা করছেন তার কোনও বাস্তব ভিত্তি নেই। ধ্রুব রাঠে আরও বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রতিদিনই নিত্যনতুন অভিযোগ তাঁর বিরুদ্ধে করা হচ্ছে। তিনি এসবের সঙ্গে মানিয়ে নিয়েছেন। সকলেই জানেন এর পিছনে কে রয়েছে। তাঁরা আমাকে চুপ করাতে চাইছে। কিন্তু এটা হবে না। যদি একজন ধ্রুবকে চুপ করানো হয় তবে এক হাজার নতুন ধ্রুব উঠে আসবে।প্রসঙ্গত, রবিবারই স্বাতী মালিওয়াল অভিযোগ করেছিলেন ইউটিউবার ধ্রুব রাঠের ভিডিও তাঁর বিরুদ্ধে কথা বলা হয়েছে। এর পিছনে আপের নেতাদের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন তিনি। এরপর স্বাতী বলেছিলেন, তিনি ধর্ষণ এবং হত্যার ভয় পাচ্ছেন।