Cyclone Remal: মিজোরামে রেমালের দাপট, পাথরখনিতে ধস নেমে মৃত ১০
আজকাল | ২৮ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মিজোরামে প্রবল তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঝড়বৃষ্টিতে ধস নেমেছে মিজোরামের আইজলের একটি পাথরখনিতে। এর জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। আহতদের সংখ্যা এখনও জানা যায়নি। তবে ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকে আছেন বলে জানা গিয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির। আইজলের মেলথুম এবং হাইমেনের সীমান্তে এই পাথরখনিটি অবস্থিত। গোটা জেলা জুড়েই প্রবল তাণ্ডব চালিয়েছে রেমাল। মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। কিন্তু, ঝড়বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে উদ্ধারকার্য। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুকেও। ইতিমধ্যেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দল। আবহাওয়ার উন্নতি হলেই ফের শুরু হবে উদ্ধারকাজ।