• Heatwave:‌ রাজস্থানে তীব্র তাপপ্রবাহ, হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা বাড়ছে ...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জ্বলছে রাজস্থান। তীব্র তাপপ্রবাহ চলছে সেখানে। এতটাই গরম যে হিটস্ট্রোকের সংখ্যা ইতিমধ্যেই ৩,৬২২। সোমবার ফালোদিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯.‌৪ ডিগ্রি সেলিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.‌৩ ডিগ্রি বেশি। জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬.‌৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী দু’‌তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবার কোটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোমবার ৪৮.‌২ ডিগ্রি। আর সর্বনিম্ন ছিল ৩৬ ডিগ্রি। রাজস্থানের সব জেলাতেই সোমবার সর্বোচ্চ তাপমাত্র ৪৫ ডিগ্রির উপরে ছিল। আপাতত দু’‌তিনদিন তাপপ্রবাহ জারি থাকবে। ২৯ মে থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)