• Election: ‌ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল...
    আজকাল | ২৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন চালানো হবে। লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১ ও ২ জুন মধ্যরাত অবধি ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা শাখায় স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নামখানা–শিয়ালদহ স্পেশাল ট্রেন ১ জুন রাত ১১.‌৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ২.‌২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ডায়মন্ড হারবার–শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ১ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ২.‌২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। ক্যানিং–শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ১ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ২.‌০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে। এছাড়াও, ৩৪১৬৫ আপ বজবজ–শিয়ালদহ EMU ২ জুন রাত ১২.‌০৫ মিনিটের পরিবর্তে রাত ১২.‌৩০ মিনিটে বজবজ থেকে ছাড়বে।
  • Link to this news (আজকাল)