আজকাল ওয়েবডেস্ক: সপ্তম দফার নির্বাচনের আগে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। প্রচার শেষ হলেই কন্যাকুমারীর উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে দুদিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী। ১ জুন ভোট রয়েছে মোদির কেন্দ্র বারাণসীতেও। ভোটের প্রচার শেষ হবে ৩০ মে। জানা গিয়েছে, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন তিনি। এর আগের দুবার লোকসভা নির্বাচনের আগেও প্রচার শেষে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে কেদারনাথ এবং ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। কথিত আছে, বিবেকানন্দ রক মেমোরিয়ালের এই স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ।