• Karnataka: দাম্পত্য কলহের জের, স্ত্রীর মুন্ডু কেটে, দেহ কয়েক টুকরো করল স্বামী ...
    আজকাল | ২৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিন দাম্পত্য কলহের জেরে চরম পদক্ষেপ। স্ত্রীকে কুপিয়ে খুন করে দেহ কয়েক টুকরো করল স্বামী। খুনের পর প্রথমে স্ত্রীর ধর ও মুন্ডু আলাদা করে সে। এরপর দেহ কয়েক টুকরো করে লুকিয়ে রাখে বাড়িতেই। শেষমেশ খুনের ঘটনা স্বীকার করে নেয় সে। ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে কর্নাটকের তুমুকুরু জেলার হোসপেট গ্রামে। ৩২ বছরের পুষ্পাকে খুন করেছে অভিযুক্ত স্বামী শিবরাম। ৮ বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতেই থাকত তাঁরা। বিয়ের পর থেকেই প্রায় রোজ তাঁদের মধ্যে ঝামেলা হত। সোমবার ঝামেলা চরম পর্যায়ে পৌঁছতেই স্ত্রীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে শিবরাম। স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে লুকিয়ে রাখে। পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। শিবরামকে হেফাজতে নিয়ে খুনের ঘটনার তদন্ত জারি রয়েছে।
  • Link to this news (আজকাল)