PATNA: বিহারে পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে আসতেই বেধড়ক মার, মৃত্যু কলেজ পড়ুয়ার...
আজকাল | ২৯ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পাটনায় কলেজের ক্যাম্পাস চত্বরেই পিটিয়ে খুন করা হল এক ২২ বছরের পড়ুয়াকে। ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যেই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে গত বছরে ডান্ডিয়া নিয়ে দুই দলের মধ্যে অশান্তি হয়। তার জেরেই এই মৃত্যুর ঘটনা। হর্ষ রাজ নামে ওই ছাত্র কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরই প্রায় ১০ থেকে ১৫ জন মুখোশধারীর দল তাঁকে লাঠি দিয়ে আক্রমণ করে। লাঠির আঘাতে গুরুতরভাবে চোট পায় ওই ছাত্র। পুলিশ দ্রুত সেখানে পৌঁছয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হর্ষের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম চন্দন যাদব। পাটনা কলেজের ছাত্র সে। জেরায় সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। অন্য অভিযুক্তদের খোঁজেও চলছে তল্লাশি। গত বছর ডান্ডিয়া খেলার সময় থেকেই দুই দলের মধ্যে চাপা উত্তেজনা ছিল। অভিযুক্ত জানিয়েছে তাঁর আত্মসম্মানে আঘাত লাগার জন্যেই সে এই কাজ করেছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।