আজকাল ওয়েবডেস্ক: ফের দিল্লির এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে এবার হতাহতের খবর নেই। মঙ্গলবার পশ্চিম বিহার এলাকায় এক চক্ষু হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে দিল্লির এক শিশু হাসপাতালে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায় ৭ সদ্যোজাত। আহত হয় আরও ১২ জন শিশু। সকলেই বর্তমানে অন্য এক হাসপাতালে ভর্তি। ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্ত চলাকালীন আরও এক হাসপাতালে আগুন লাগে আজ। যা ঘিরে রোগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।