• Weather Update: একধাক্কায় ৫ ডিগ্রি চড়ল পারদ, সপ্তম দফা ভোটে ফের বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস ...
    আজকাল | ২৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রেমাল শক্তি হারাতেই আবহাওয়ার পরিবর্তন বাংলায়। ঘূর্ণিঝড় সরতেই একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ল তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সঙ্গে থাকছে অস্বস্তিকর গুমোট গরম। যদিও সপ্তাহান্তে আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণের জেলাগুলিতে সেভাবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় আজ এবং আগামিকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝোড়ো হাওয়ার সতর্কতা আছে। অন্যদিকে শেষ দফার ভোটের দিনে অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণের যে যে জেলায় ভোট রয়েছে সেই জেলাগুলিতেও বৃষ্টির দাপট থাকবে।
  • Link to this news (আজকাল)