• অগোচরের নায়কদের জীবনে আচমকাই ধনবর্ষা! বিসিসিআইয়ের দরাজ পদক্ষেপে নেটপাড়ায় ঝড়
    ২৪ ঘন্টা | ২৯ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম বাংলা ব্য়ান্ড 'মহীনের ঘোড়াগুলি'র বিখ্য়াত 'ভালোলাগে'র গানের কয়েক'টি লাইন মনে করিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কী সেই লাইনগুলি? 'যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে, শুধুই ফসল ফলায়, ঘাম ঝড়ায় মাঠে প্রান্তরে/ তখন ভালোলাগে না, লাগে না কোনও কিছুই/ সুদিন কাছে এসো, ভালো বাসি একসাথে সবকিছুই।' আর সুদিনের বার্তা দিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)।জয় তাঁর এক্স হ্য়ান্ডেলে মঙ্গলবার লেখেন, 'আমাদের আগোচরের নায়কদের জন্য় একটা দারুণ টি-২০ মরসুম কাটল। অসাধারণ সব মাঠকর্মীরা নিরন্তর পরিশ্রম করে অসাধারণ পিচ উপহার দিয়েছে। যদিও আবহাওয়া অত্য়ন্ত প্রতিকূল ছিল। আমরা তাঁদের সাধুবাদ জানাই। যে গ্রাউন্সমেন ও কিউরেটররা আইপিএলের নিয়মিত ১০ ভেন্য়ুতে কাজ করেছেন, তাঁরা প্রত্য়েকে ২৫ লক্ষ টাকা করে পাবে। আরও তিনটি অতিরিক্ত ভেন্য়ুর মাঠকর্মীরা প্রত্য়েকে ১০ লক্ষ টাকা করে পাবে। ধন্য়বাদ আপনাদের নিষ্ঠা এই কঠোর পরিশ্রমকে।' জয়ের এই বার্তা ১.১ মিলিয়ন মানুষের কাছে গিয়েছে। ২১ হাজার মানুষ লাইক করেছেন।আইপিএল ফাইনালে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছিলেন বিসিসিআইয়ের শীর্ষ স্থানীয় ব্য়ক্তিরা। বোর্ড সভাপতি রজার বিনি থেকে সচিব জয় শাহ। রজার-জয়ই শ্রেয়স আইয়ারদের হাতে আইপিএল ট্রফি তুলে দিয়েছেন।

     
  • Link to this news (২৪ ঘন্টা)