• 'এখনই ২৩ আসনে জিতে গিয়েছে তৃণমূল', বড় 'ভবিষ্যদ্বাণী' অভিষেকের!
    ২৪ ঘন্টা | ২৯ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা নির্বাচন এখন শেষ পর্যায়ে। 'যে ৩৩ আসনে ভোট হয়েছে, তারমধ্যে ২৩ টি জিতে গিয়েছে তৃণমূল', 'ভবিষ্যদ্বাণী' করলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে 'চ্যালেঞ্জ', '৪ জুন আমার কথা মিলিয়ে নিতে পারেন'। বাকি ৯ আসন? রাজনৈতিক মহলের মতে, সবকটিতে জিতবে তৃণমূলই।

    আগামী শনিবার ১ জুন, সপ্তম তথা শেষ দফায় ভোট কলকাতা ও দুই ২৪ পরগনার ৯ আসনে। অভিষেক বলেন, 'অনেকেই আমার কাছে জানতে চাইছেন, ভোটে তৃণমূল কত আসন পেতে পারে। বলেছিলাম, সঠিক সময়ে জানাব। আজ আমি বলতে চাই. ৩৩ আসনে ভোট হয়ে গিয়েছে, ৯ আসনে এখনও বাকি। তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা ২৩ পেরিয়ে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নিতে পারেন'।অভিষেকের দাবি, 'বিজেপি এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিচ্ছে। কেন? কারণ, কেন্দ্রীয় বাহিনীও জানে, ৪ জুন ইন্ডিয়া জোট কেন্দ্র সরকার তৈরি করবে। আয়কর দফতরের এক অফিসার আমাকে জানিয়েছেন, তাঁকে ৩১ মে ও ১ জুন ৫ জায়গায় তল্লাশি করতে বলা হয়েছে। এই তো অবস্থায় বিজেপির'!এদিকে ২০১৪ পর ২০১৯। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে পরপর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক নিজে। এবারও তিনিই প্রার্থী। কী হবে ফল? তৃণমূল প্রার্থী বলেন, 'বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতবে ডায়মন্ড হারবার'। আগামীকাল, বুধবার ডায়মন্ড হারবারে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে সঙ্গে নিয়েই সভা করবেন মেটিয়াবুরুজের কারবালা মোড়ে। 
  • Link to this news (২৪ ঘন্টা)