• মঞ্চে রত্না, বেহালায় গিয়ে নাম না করে শোভনের প্রশংসা মমতার!
    ২৪ ঘন্টা | ২৯ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'তখন সে মেয়র ছিল'। বেহালায় ভোট-প্রচারে গিয়ে নাম না করে শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন রত্না চট্টোপাধ্যায়।

    হাতে আর মাত্র ৩ দিন। শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোট কলকাতা। কলকাতা উত্তরে এবারও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর দক্ষিণে মালা রায়। আজ, মঙ্গলবার দিনভর প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দমদমে সৌগত রায়, কলকাতায় দলের প্রার্থীদের সমর্থনে রোড-শো-র পর বিকেলে সভা করলেন বেহালা চৌরাস্তায়।মমতা বলেন, 'বেহালার কী হল ছিল, আর বেহালা আজকে কীভাবে বদলেছে। এই যে মেট্রো আজ বেহালা দিয়ে যাচ্ছে। এটা কার সময়ে করা? কে  করেছিল?  টাকা রেখে এসেছিলাম, যাতে আমি রেলমন্ত্রী থেকে চলে গেলেও, প্রকল্র বাতিল করতে না পারে। আমি রাষ্ট্রপতিকে এনে এই প্রকল্র উদ্বোধন করেছিলাম'।এদিকে বেহালায় যখন মেট্রো উদ্বোধন হয়, তখন কলকাতা পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বলেন,'আর একজনকে যদি ধন্যবাদ না দিই, তাহলে ভুল করব। সে হয়তো আজকে সরাসরি তৃণমূল কংগ্রেস করে না। সেটা অন্য ব্যাপার। তখন সে মেয়র ছিল। কোন কোন জায়গায় স্টেশন হবে, সে জমি পাওয়া যাচ্ছিল না। নিজেদের পকেটে টাকা দিয়েও জমি কিনে রেল স্টেশন তৈরি করার ব্যবস্থা হয়েছে। এখনও পর্যন্ত অনেকে টাকা পাইনি'।২০২৩ সাল মেট্রো চালু হয় বেহালায়।  জোকা-বিবাদ বাগ রুটে আপাতত তারাতলা পর্যন্ত চলছে মেট্রো। তৃণমূলনেত্রীর কটাক্ষ, '৩ বার করে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে। লজ্জাও  করে না! এক প্রকল্প করতে ১৩ বছর লাগে! আমি ২০০৯ সালে করে দিয়ে গিয়েছিলাম। আমি ২বছরের মধ্যে করে দিয়ে বেরিয়ে যেতাম'। বলেন, 'জোকা থেকে দমদম চলে যাবে ডিরেক্ট। ওটুকু করার জন্য রেখে দিয়েছে, আর একবার উদ্বোধন করবে। মানুষের কষ্ট হচ্ছে, সেটা বুঝতে পারছে না। আর উদ্বোধন করার সময় পাবে না। এবার আর আসছে না তো'!
  • Link to this news (২৪ ঘন্টা)