সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে ইডি হানার পর তৃণমূলের প্রতি বিরাগভাজন হয়ে বিজেপিতে যোগ দিয়ে কলকাতা উত্তর প্রার্থী হয়েছেন তাপস রায় (Tapas Roy)। তৃণমূলের দীর্ঘদিনের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর তাঁকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক কম হয়নি। প্রার্থী হওয়ার পর নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাপসের সম্পত্তির খতিয়ান। যেখানে দেখা যাচ্ছে, নিজের জমি, বাড়ি না থাকলেও কোটি টাকার কাছাকাছি অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, তাপসের হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। তবে একাধিক ব্যাঙ্কে , ফিক্সড ডিপোজিট, পিএফ ও পোস্ট অফিসে জমা রয়েছে ৬৭ লক্ষ ৪৩ হাজার ৮৯৯ টাকা। একটি গাড়ি রয়েছে তাপসের। যার বাজারমূল্য ১৭ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে ৮৫ গ্রাম সোনা, বর্তমান বাজার দর অনুযায়ী যার দাম প্রায় ৫ লক্ষ ৭০ হাজার টাকা। তবে কোটি টাকার কাছাকাছি অস্থাবর সম্পত্তি থাকলেও উত্তর ২৪ পরগনার বরানগরের প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়কের কোনও জমি বা বাড়ি নেই। বিবি গাঙ্গুলি স্ট্রিটে তিনি যে বাড়িতে থাকেন সেটি তাঁর স্ত্রীর। একইসঙ্গে হলফনামায় বিজেপি (BJP) প্রার্থী তাপস জানিয়েছেন ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৭৩ টাকার ঋণ রয়েছে তাঁর।
তবে তাপসের পাশাপাশি তাঁর স্ত্রী শুভ্রা রায়ের সম্পত্তিও নেহাত কম নয়। হলফনামা অনুযায়ী, শুভ্রার হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে , ফিক্সড ডিপোজিট, পিএফ ও পোস্ট অফিসে জমা রয়েছে প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা। ৩৫০ গ্রাম সোনা রয়েছে তাপসের স্ত্রীর। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া রয়েছে ২টি গাড়ি, যার বাজারে এখন দাম ১৮ লক্ষ ৭০ হাজার টাকা। বউবাজারে যে বাড়িতে তাঁরা থাকেন, তার বর্তমান মূল্য প্রায় ৮৪ লক্ষ টাকা। তবে সম্পত্তির পাশাপাশি ঋণও নেহাত কম নয় শুভ্রার। তথ্য বলছে, তাঁর ঋণের পরিমাণ প্রায় ৫৬ লক্ষ টাকা।