আজকাল ওয়েবডেস্ক: ফের কলকাতায় ইডির অভিযান। মঙ্গলবার নিউটাউন, রাজারহাটের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।ইডি সূত্রে খবর, ভিনরাজ্যে একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় তদন্ত চলছে। সেই সূত্রেই কলকাতার রাজারহাটে এক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় ওই ব্যবসায়ীর বিলাসবহুল আবাসনে যান আধিকারিকরা। পাটনার একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি তাঁকে জেরা করা হচ্ছে। জানা গেছে ওই ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। দার্জিলিং, পুরী, ভুবনেশ্বর–সহ বিভিন্ন জায়গায় একাধিক হোটেল রয়েছে তাঁর। ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল কলকাতার এই পর্যটন ব্যবসায়ীর। সেই মামলাতেই এই তল্লাশি। ওই ব্যবসায়ীর পাশাপাশি সংস্থার আরেক ডিরেক্টরের বাড়িতেও এদিন হানা দিয়েছে ইডি।