আজকাল ওয়েবডেস্ক: রেমালের জের! কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুইজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে। মৃতেরা হলেন, সন্তোষ মণ্ডল (৩৪) এবং মনোহর রজক (৪৫)৷ দুইজনের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী। দুইজনেই বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে কলকাতায় থাকতেন। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাস্তা তৈরির কাজ চলছিল। সোমবার ঝড়বৃষ্টির পর সেখানে জল জমে যায়। মঙ্গলবার ওই রাস্তার ধারে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন দুইজনে। সেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন সন্তোষ নামের এক অস্থায়ী সাফাই কর্মী। তাঁকে বাঁচাতে গিয়ে ওই জলেই বিদ্যুৎস্পৃষ্ট হন মনোহর নামের অস্থায়ী সুপারভাইজার। দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে তারাতলা থানার পুলিশ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিইএসসি।