• ‘মোদি সরকারকে মজবুত করতে বাংলাকে দরকার’
    দৈনিক স্টেটসম্যান | ২৯ মে ২০২৪
  • চন্দ্রা মিত্র শী, বারুইপুর, ২৮ মে? চব্বিশের লোকসভার শেষ দফার ভোটের শেষ প্রচারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে মঙ্গলবার বিকেলে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যাদবপুরের প্রার্থী ডাঃ অনির্বাণ গাঙ্গুলি ও দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রী চৌধুরীর হয়ে প্রচার উপলক্ষ্যে এসে এদিন প্রধানমন্ত্রী আম জনতাকে বোঝালেন, কেন আরো একবার মোদিকে দরকার৷ জানালেন, গত দশ বছরে তিনি কী কী উন্নয়ন মূলক কাজ করেছেন৷ অকপটে বললেন, কেন্দ্রে আরো একবার মোদি সরকার গড়তে হলে বাংলাকে বড় দরকার৷ কারণ, বাংলার গৌরবময় কালচার৷ এ বাংলা গুরুদেব রবীন্দ্রনাথের বাংলা৷ বাংলা ভাষাতেই উচ্চারণ করলেন, বাংলার মাটি বাংলার জল বাংলার ফুল বাংলার ফল পূণ্য হউক পূণ্য হউক হে ভগবান ?
    উচ্চারণ সঠিক না হবার জন্য মার্জনাও চেয়ে নেন বাংলার জনতার কাছে প্রধানমন্ত্রী৷
    মাত্র পনেরো মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে এদিন প্রধানমন্ত্রী বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া৷ ওরা ইন্ডি জোট বেঁধেছে৷ এ রাজ্যের মুখ্যমন্ত্রী আবার গোঁসা করে বলেছেন, উনি বাইরে থেকে সমর্থন দেবেন৷ ওদের গাঁট বন্ধন ধরা পডে় গেছে৷ আর তৃণমূলকে ভোট দেওয়া তো ভোট নষ্ট৷ ওরা তো ভ্রষ্টাচারের রাজনীতি করে৷ দুর্নীতি অন্যায়কে সমর্থন দেয়৷ সন্দেশখালির মা-বোনের অপমান হল, আর ওরা সেই শাজাহানকে বাঁচাতেই নোংরা খেলা খেলছে৷ এ রাজ্যে তো পঞ্চায়েত বিধানসভা লোকসভার ভোট খুন ছাড়া হয় না৷ বাংলার সু-শাসন দূরবীণ দিয়ে দেখতে হবে৷ এরা ভোটের জন্য রাজনীতি করে৷ মানুষের প্রকৃত উন্নয়নের জন্য নয়৷
    ভারতীয় জনতা পার্টির যাদবপুর দক্ষিণ কলকাতার প্রার্থীদের জেতানোর কথা বলার সাথে, এদিন মোদি সারা বাংলা থেকে বিজেপির প্রার্থীদের জয়ী হয়ে আসার আলো দেখছেন৷ এদিন কংগ্রেস তৃণমূল সিপিএম তিন দলেরই কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, বাংলার কোনও উন্নয়নই এই তিন রাজনৈতিক দল সেভাবে করতে পারেনি৷ বেশিরভাগ কলকারখানা বন্ধ৷ মোদির সরকার গত দশ বছরে যে উন্নয়ন করেছে দেশের জন্য তা গত ষাট সত্তর বছরে হয়নি৷
    এদিকে এই তৃণমূল দল এ রাজ্যে গণতন্ত্র মেনে কাজ করছে না৷ নাগরিকত্ব নিয়ে ভুল বোঝাচ্ছে৷ মোদি সরকার নাগরিকত্ব দেবার জন্য সিএএ করেছে৷ নাগরিকত্ব কেডে় নেবার জন্য নয়৷ এই সরকার হাইকোর্টের রায় মানবে না বলছে৷ মুসলমান জাতিকে ওবিসি ঘোষণা করে দিয়েছে৷ মুসলমানদের খুশি করতে উনি বলছেন হাইকোর্টের রায় উনি মানেন না৷
    বারুইপুরের সভায় মুখ্যমন্ত্রীর নাম না করেই তাঁর প্রশাসনের তাঁর কাজের প্রতি কটাক্ষ করেন৷ কর্দমাক্ত জলের ওপর দাঁডি়য়ে বসে হাজার হাজার জনতাকে দেখে আপ্লুত প্রধানমন্ত্রী এদিন বলেন, মোদি আপনাদের আশীর্বাদ পেয়ে গেছে৷ ঝডে়র প্রভাব এর পরদিনই এত বড় সভা ভাবা যায় না৷ সভার শুরুতেই তাই বাংলা ভাষায় বলেন, কেমন আছেন যাদবপুরের মানুষ কলকাতার মানুষ৷ বাংলার মানুষকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের বেশিরভাগ নাগরিক সত্তর বছরের উর্ধে৷ সংখ্যাটা আরো বাড়বে৷ এনাদের সবার কথা ভাবছে মোদি সরকার৷ ভাবছে নওজয়ানদের কথা৷ জানালেন তার সরকার শুরুও করে দিয়েছে গতির জীবন৷ ইলেকট্রিক বাস৷ বন্দে ভারত ট্রেন৷ মেট্রোর বিন্যাস প্রায় সব রাজ্য জুডে়৷ চলছে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ৷ তাই তো দরকার আরো একবার মোদি সরকার৷ এদিন মোদিজী তাঁর অদ্ভুত আহ্বানে উপস্থিত সকলকে সামিল করে নিজেই বলিয়ে নিলেন, বলুন, দরকার, আরো একবার মোদি সরকার৷৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)