Nawaz Sharif: কার্গিল যুদ্ধের জন্য দায়ী পাকিস্তান! কার্যত স্বীকার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের...
আজকাল | ২৯ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। তিনি কার্যত স্বীকার করে নিলেন কার্গিল যুদ্ধ বেধেঁছিল পাকিস্তানের জন্যই। তাঁর স্বীকারোক্তি, ১৯৯৯ এর লাহোর চুক্তি ভেঙেছিল পাকিস্তানই। তবে এর দায় তৎকালীন পাক সেনাপ্রধান পারভেজ মুশারফের ঘাড়ে চাপিয়েছেন তিনি।প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২৮ মে পর পর পাঁচটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল পাকিস্তান। এরপরই ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেন। যার মূল বিষয় ছিল দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো একাধিক বিষয়। কিন্তু বাস্তবে একটি বিষয়ও মানেনি ইসলামাবাদ। এই চুক্তির কয়েক মাস পর থেকেই লাদাখের কার্গিলে অনুপ্রবেশ শুরু করে জেহাদিরা। তারপর দু’দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই বিষয়টি নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। একটি দলীয় বৈঠকে তিনি বলেন, ‘আমরা চুক্তি লঙ্ঘন করেছি। এটা আমাদের দোষ ছিল।’