T20 World Cup: চলছে বিশ্বকাপের প্রস্তুতি, রোহিতের বিখ্যাত ডায়লগ দিয়ে যশস্বীকে ট্রোল সূর্যকুমারের...
আজকাল | ২৯ মে ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ খেলতে বর্তমানে নিউইয়র্কে ভারতীয় দল। জোরকদমে চলছে প্র্যাকটিস। খোশমেজাজে ভারতীয় ক্রিকেটাররা। প্রস্তুতির মাঝেই চলছে খুনসুটি, মশকরা। এবার রোহিত শর্মার বিখ্যাত ডায়লগ দিয়েই সতীর্থ যশস্বী জয়েসওয়ালকে ট্রোল করলেন সূর্যকুমার যাদব। সোশ্যাল মিডিয়ায় নিউইয়র্কের রাস্তায় নিজের একটি ছবি পোস্ট করেন যশস্বী। সেখানে লেখেন, গার্ডেন সিটি। সেই পোস্টে সূর্য কমেন্ট করেন, 'সাবধানে। বাগানে ঘুরলে কী হবে জানো নিশ্চয়ই।' ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এই ডায়লগ বিখ্যাত হয়ে যায়। স্ট্যাম্প মাইকে রোহিতকে ফিল্ডারদের বলতে শোনা যায়, 'বাগানে ঘুরছ তোমরা?' এই প্রসঙ্গ টেনেই যশস্বীর সঙ্গে মশকরা করেন সূর্য। মার্কিন মুলুকে পৌঁছেই প্র্যাকটিসে নেমে পড়েছে ভারতীয় দল। দলের সঙ্গে যোগ দেন হার্দিক পাণ্ডিয়া। অনুশীলনের ছবি পোস্ট করেন ভারতের সহ অধিনায়ক। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে মঙ্গলবার গ্রাউন্ড সেশন হয় ভারতীয় দলের। সোহম জানান, মঙ্গলবার কোনও প্র্যাকটিস হয়নি। ওখানকার সময় এবং পরিবেশের সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার জন্য গ্রাউন্ড সেশন হয়। চ্যালেঞ্জ গ্রহণ করতে শরীর এবং মন তরতাজা রাখাই উদ্দেশ্য। এখন সেটাই চলছে। এই সেশনে ছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শুভমন গিল এবং খলিল আহমেদ। ১ জুন বাংলাদেশের সঙ্গে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের প্রথম ম্যাচ।